ওসমান হাদীর ওপর হামলা নিন্দা বাংলাদেশ কংগ্রেসের
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণের ঘটনা উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে নির্বাচনের উপযোগী নয় এই হামলা তারই ইঙ্গিত বহন করে। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষিত শতাব্দির সেরা নির্বাচন করতে হলে নির্বাচনী পরিবেশও শতাব্দির সেরা হতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রেখে কোন প্রকারেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কিছুদিন পূর্বেও চট্টগ্রামে একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল, তারপরও আইন-শৃঙ্খলা বাহিনীতে দেশে শান্তিুপুর্ণ পরিবেশ সৃষ্টিতে উল্লেখযোগ্য তৎপরতা দেখা যাচ্ছে না।অবিলম্বে ওসমান হাদীর ওপর হামলাকারীদেরকে গ্রেফতার এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয় বিবৃতিতে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply