1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

ঝালকাঠির কাঠালিয়ায় অবৈধ কয়লার খনি, দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের অভিযোগ।

  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ টাইম ভিউ

ঝালকাঠির কাঠালিয়ায় অবৈধ কয়লার খনি, দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের অভিযোগ

প্রতিবেদক-মোঃ আবুল কালাম বরিশাল, বিভাগীয় প্রধান

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় বানাই,দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত হচ্ছে একাধিক অবৈধ কয়লার খনি। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নজর এড়িয়ে বছরের পর বছর ধরে এসব খনি পরিচালনা করে আসছেন। এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য।স্থানীয় সূত্র জানায়, অবৈধ এসব কয়লার খনি থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের কৃষি জমি নষ্ট হচ্ছে, পুকুর ও খালের পানি দূষিত হচ্ছে। এতে ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং এলাকার মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, “দিনরাত কয়লা পোড়ানো হয়, কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। শিশুদের কাশি, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।”পরিবেশবিদদের মতে, এভাবে অবৈধভাবে কয়লা পোড়ানো ও মজুদ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের শামিল। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই অঞ্চলে বসবাস অনুপযোগী হয়ে উঠতে পারে।এ বিষয়ে কাঠালিয়া উপজেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবৈধ খনির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এলাকাবাসী দ্রুত এই অবৈধ কয়লার খনি বন্ধ করে পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost