1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যায়।

  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ টাইম ভিউ

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা

দৈনিক খবর সবরকম ভ্রাম্যমাণ প্রতিনিধি: ইয়ামিন ইসলাম ইমন

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার (১০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের জন্য রেকর্ড করা ভাষণ প্রদান করেন সিইসি নাসির উদ্দিন। রেকর্ডিং শেষে সকল নির্বাচন কমিশনার সিইসির কক্ষে বৈঠকে অংশ নেন। সেখান থেকেই বৃহস্পতিবারের তফসিল ঘোষণার সময়সূচি চূড়ান্ত করা হয়।ইসি সচিব আখতার আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন— “আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল জানিয়ে দেবেন।” তিনি জানান, এই ভাষণের মধ্য দিয়েই ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।এদিকে হাইকোর্টের রায়ে বাগেরহাটের সীমানা পুনর্বহাল হওয়া নিয়ে প্রশ্নের জবাবে সচিব বলেন, “আমরা সীমানা নিয়ে খবর পেয়েছি, তবে এখনো কোর্টের অফিসিয়াল অর্ডার হাতে আসেনি। অর্ডার পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে।”আগামীকালের তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রার্থিতার মনোনয়ন, বাছাই, প্রত্যাহার—সব ধাপের ক্যালেন্ডার প্রকাশ পাবে এবং দেশ আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়বে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি পর্যায়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost