দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রূপগঞ্জে ০১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
মোঃ রাশেদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ প্রতিনিধি ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পূর্বাচল জামিয়া হোসেনিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে আয়োজন করা এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতা জাহাঙ্গীর মিয়া, সঞ্চচালনায় ছিলেন রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রাশেদ আলম বাবু ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, রুপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি আবু মো. মাসুম,রুপগঞ্জ থানা যুবদলের আহবায়ক সদস্য বাতেন পারভেজ, রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: সুজন,,জনাব মোঃ জাহাঙ্গীর মিয়া রূপগঞ্জ ইউনিয়ন যুবদল।আহম্মেদ, জনাব মো: শরিফুল ইসলাম শরিফ, সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। শফিকুল ইসলাম, হাবিবুর, রহমান ।জনাব মোঃ আমিন মিয়া, সহ-সভাপতি রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীদল। আ:রহমান, কবির হসেন, শিপন আহমেদ, সারফারাজ মিয়া,সাইদুর খন্দকার,রাজিব হোসেন,আলামিন,মজির উদ্দিন মজু। জনাব মোঃ ওমর ফারুক ।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী, তাঁর দ্রুত সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply